Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখলের অভিযোগ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি  
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল, পজেশন বিক্রি, গাছ কর্তনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নুরুল ইসলাম (নুরু) বলেন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বেপারী, সাবেক মেম্বার আতাউর মিয়াজী ও তাদের সাঙ্গ-পাঙ্গরা আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল করে স্থানীয়দের কাছে পজেশন আকারে ষ্ট্যাম্পের মাধ্যমে সেই জমি বিক্রি করেছে। যা আইন বহির্ভূত। শুধু তাই নয় আশ্রয়ণ প্রকল্পবাসীদের টয়লেট ভেঙ্গে ও প্রায় ৩০টি গাছ কেটে, মসজিদ থাকা সত্ত্বেও মসজিদ করার নামে জায়গা দখল করার চেষ্টা চলছে। এ নিয়ে কথা বললে আমাদেরকে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। ফলে ভয়ে কেউ মুখ খুলে না।

আশ্রয়ণ প্রকল্পের সভাপতি বলেন, স্থানীয় সাবেক মেম্বার আতাউর মিয়াজী জায়গা দখল করে দোকান তৈরি করে বিক্রি করেছে। তারা বিগত ৫ বছর ধরে আমাদের উপর এভাবে অন্যায় ও অত্যাচার চালিয়ে আসছে। আমরা কিছু বললে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি থানায় অভিযোগ নিয়ে গেলে হত্যা করে ফেলবে বলেও প্রকাশ্যে হুমকি দেয়।

প্রকল্পের একাধিক বাসিন্দারা জানান, আমরা নিরীহ গরীব মানুষ। আমাদের মধ্যে অনেকে দিনমজুর, জেলে আবার অনেকে ভিক্ষা করেও চলে। আমাদের উপর জুলুম অত্যাচার অন্যায়ভাবে চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সুমন বেপারী, শাহীন প্রধান, হৃদয় মিয়াজী ও তাদের সাঙ্গ-পাঙ্গরা। তাদের কাছে আমরা জিম্মি হয়ে আছি দশ বছর ধরে।

আশ্রয়ণ প্রকল্পের পাশে প্রায় ২০টি দোকানে বিদ্যুৎ সংযোগ দিবে বলেও সুমন তার নেতৃত্বে ১০ হাজার টাকা করে নিয়েছে, কিন্তু বিদ্যুৎ দেয়নি। জীবনের নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্পের সম্পদ দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আশ্রয়ণ প্রকল্পের ভোক্তভোগী বাসিন্দারা।

এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুবলীগ নেতা সুমন বেপারী বলেন, মসজিদ করার জন্য আমি শুধু তদারকি করেছি। আমার নেতৃত্বে কোন গাছ কাটা হয়নি, সরকারি গাছ আমি কাটতে পারিনা। আমার জানা মতে ইউপি চেয়ারম্যান গাছগুলো কেটেছে।

বিদ্যুৎ সংযোগের বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কেউ ৫’শ টাকা কেউ ১ হাজার করে দিয়েছে। আর ওই টাকাটা বিদ্যুতের সরঞ্জাম বহন বাবদ খরচ হয়েছে। এছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।

আশ্রয়ণ প্রকল্পের জায়গা দখল ও গাছ কর্তনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আশ্রয়ণ প্রকল্পের জায়গা কেউ দখল করতে পারবে না। বিক্রি বা হস্তান্তর তো প্রশ্নই আসে না। তাছাড়া সরকারি গাছ কর্তনও আইন বর্হিভূত। যদি এমন কিছু পাওয়া যায় অথবা কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview