Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবার বিজেপির সঙ্গে হাত মেলালেন শিবসেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত তিন বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে ব্যাপক আক্রমণ করে আসছিল শিবসেনা। তবে লোকসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। 

এ সিদ্ধান্তের ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে একটি যুগ্ম সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে।

নির্বাচনের আগে দু'দলকে ঘিরে রাজনৈতিক মহলেও তুমুল জল্পনা শুরু হয়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ৫০ : ৫০ অনুপাতে আসনবন্টন করা হবে বিজেপি ও শিবসেনার মধ্যে বলেও শোনা যাচ্ছে। 

লোকসভা নির্বাচনের জন্য, এখন পর্যন্ত যা ঠিক হয়েছে, মোট ৪৮-টি কেন্দ্রের মধ্যে বিজেপি লড়বে ২৫-টি'তে এবং শিবসেনা লড়বে ২৩-টিতে।

বিজেপি ও শিবসেনা একই জোটে ছিল প্রায় তিন দশক ধরে। এই দুই দলের রাজনৈতিক সম্পর্কের যে সখ্য, তা ঐতিহাসিকভাবেই সুবিদিত। 

তবে, ২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় আসনবন্টন নিয়ে সমস্যা হওয়ায় একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। আবার তারা ফিরে আসছে, এখন কী ঘটে সেটাই দেখার বিষয়।

Bootstrap Image Preview