Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন দাখিল

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মো. ফয়জুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমেদ নুর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আল-ইসলাহ’র অর্থ সম্পাদক হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, যুবদল নেতা জুবেল আহমদ, ক্রীড়া সংগঠক ফখরুল আহমদ, আশরাফ উদ্দিন, প্রবাসী সেবুল মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা দলের সহ-সভাপতি স্বপ্না শাহিন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলিয়া বেগম, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন, সাবেক ইউপি সদস্য নেহারা বেগম মনোনয়নপত্র দাখিল করেন।

Bootstrap Image Preview