Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সবাই মিলে কাজ করলে আধুনিক ঢাকা গড়ে তোলা সম্ভব: আতিকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন,  আমরা সবাই মিলে ঢাকাকে সুন্দর করতে চাই। আমি কাজ করব, আর আপনারা আমাকে সাহস জোগাবেন। আমরা সবাই মিলে কাজ করলে সুস্থ ও আধুনিক ঢাকা গড়ে তোলা সম্ভব।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে জেসিআই বাংলাদেশ আয়োজিত 'আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা' শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনায় তিনি এ কথা বলেন।

 আতিকুল বলেন,  আমি আমার বন্ধুদের পাশে পেতে চাই। আমি জানি বন্ধুরা থাকবেন। যেমনটা তারা ছিলেন রানা প্লাজা দুর্ঘটনার সময়। আমি তখন বিজিএমইএ সভাপতি। আপনাদের সবাইকে নিয়ে সবার কাজগুলো করব।

জেসিআই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট জনাব আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব আতিকুল ইসলাম।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আগামি দিনে নগরের যিনি সেবক হতে চান তাদের মধ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রবণাতা আতিকুল ইসলামের মধ্যে আছে। তিনি একজন ভালো সংগঠক। মধ্যবিত্ত পরিবারের যে সংস্কারগুলো থাকা দরকার সেটার পুরোটাই আছে তার মধ্যে। তাই আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা আতিকের পাশে থাকবেন।

গোল্ডেন গোল টেবিল আলোচনায় বক্তব্য রেখেছেন সমাজের বিভিন্ন স্তরের তরুণ উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাজীবী চিকিৎসক শিক্ষক ছাত্র ছাত্রী সহ অনেকেই।

প্রসঙ্গত,এই অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারা কামাল সহ ন্যাশনাল গভর্নিং বডির আরো অনেকে উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশ ১৮-৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি শক্তিশালী প্রতিষ্ঠান। জেসিআই বর্তমানে বিশ্বের ১২০ টির ও বেশি দেশে কাজ করছে।

Bootstrap Image Preview