Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাসকিনের মনও ভালো নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


প্রায় ১৫ মাস জাতীয় দলের বাইরে থাকার পর সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে। কিন্তু বিপিএল আসরে সিলেট সিক্সার্সের হয়ে নিজের শেষ ম্যাচটাই সবকিছু শেষ করে দিলো। বাউন্ডারিতে বল থামাতে গিয়ে ডান পায়ে চোট পান। আর এতেই জাতীয় দলে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়। বলছিলাম বাংলাদেশের দ্রুত গতির পেসার তাসকিন আহম্মেদের কথা। 

তিনি বর্তমানে পায়ের ইনজুরি নিয়ে চার থেকে ছয় সপ্তাহের বিশ্রাম রয়েছেন। হাঁটা চলা সম্পূর্ণটাই নির্ভর করছে ক্রাচে ভর। সোমবার একটি সংবাদ মাধ্যমের কাছে নিজের ইনজুরির শেষ অবস্থার কথা জানান তিনি। 

তাসকিন বলেন, ডাক্তার আমাকে কয়েক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। বলেছেন আগামী এপ্রিলের ১ তারিখ পর্যন্ত বিশ্রাম নেওয়ার জন্য। এর আগে যেন কোনভাবেই খেলায় অংশ না নেই। এখন কিছুটা ভালো আছি তারপরও এখন ক্রাচে ভর করে হাঁটতে হচ্ছে।

এদিকে ছয় সপ্তাহের বিশ্রামের কারণে শুধু নিউজল্যান্ড সফরই নয় ছিটকে গেছেন ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ থেকে। এবারের প্রিমিয়ার লিগ হবে দুইটি ফরম্যাটে। যেখানে ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরপর ৭ মার্চ থেকে ১২টি দল নিয়ে শুরু ওয়ানডে ফরম্যাটে। যেহেতু এপ্রিলের ১ তারিখের আগে খেলায় ফিরতে পারবেন না তাসকিন। তাই প্রিমিয়ার লিগে খেলতে না পারার কষ্টাও তার মধ্যে দানা বেঁধেছে। 

তাসকিন বলেন, প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে কয়েকদিন পরেই কিন্তু আমি অংশ নিতে পারছি না তার জন্য খুব খারাপ লাগছে। মনটাও ভালো নেই। আমার চিকিৎসক এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছেন। আরও এক মাস বিশ্রামে থাকতে হবে আমাকে।

গেল বিপিএল আসরে ২২ উইকেট নিয়ে নিজের পুরনো রুপটার ফিরে এসেছিলেন তাসকিন। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে। ভালো পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ড সফরে তার দিয়েই তাকিয়ে ছিল সবাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখস ঘরে বসেই নিউজিল্যান্ডে বাংলাদেশের বেহাল দর্শার সাক্ষী হতে হচ্ছে। 

Bootstrap Image Preview