Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজ পুণ্যাহ ৮ মার্চ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


বান্দরবানের ঐতিহ্যবাহী রাজ পুণ্যাহ অনুষ্ঠান আগামী ৮ মার্চ থেকে শুরু হবে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হেডম্যান এসোশিয়েশন কার্যালয়ে ১৭তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।   

বোমাং রাজা উ চ প্রু জানান, ২০১৮ সালের রাজ পুণ্যাহ মেলাটি ২০১৯ সালে ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। জাতীয় নির্বাচন এবং এসএসসি পরীক্ষার কারণে মেলার তারিখ পেছানো হয়েছে। তবে আগামী দিনগুলোতে রাজ পরিবারের ঐতিহ্য ধরে রাখতে বছরের শেষ মাস ডিসেম্বরেই এই মেলা অনুষ্ঠিত হবে।   

প্রতিবছরের ন্যায় এবারো মেলা চলবে ৩ দিন। জুম খাজনা আদায়ের ঐতিহ্যবাহী বোমাং রাজ মেলা শুরু হয় ১৮৭৫ সাল থেকে। ধারাবাহিকতা বজায় রেখে নিরবিচ্ছিন্নভাবে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হিসেবে ১৪১তম রাজ পুণ্যাহ মেলা অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

১০৯টি মৌজার হেডম্যান, কারবারী, রোয়াজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজা বাহাদুরকে কুর্নিশ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উপঢৌকন তুলে দেন রাজার হাতে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি দেখার জন্য দেশ বিদেশের অসংখ্য পর্যটকসহ হাজার হাজার প্রজা উপস্থিত থাকেন।  

মেলায় বিভিন্ন ধরনের রকমারী পণ্যের ষ্টল, বিচিত্রানুষ্ঠান, পুতুল নাচ, যাদু প্রদর্শনী, হাউজিসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এই ঐহিহ্যবাহী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলার মানুষের কমতি থাকে না। ব্যাপক উৎসাহ নিয়ে তারা রাজ পুণ্যাহ মেলাকে প্রাণবন্ত করে তুলেন।  
 

Bootstrap Image Preview