Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে কেউ অস্ত্র তুলে নিলে তাকে মুছে ফেলা হবে: ভারতীয় সেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


ভারতীয় সেনাবাহিনীর বলেছে, কাশ্মীরে কেউ হাতে অস্ত্র তুলে নিলে তাকে মুছে ফেলা হবে, যদি না আত্মসমর্পণ করেন।

কাশ্মীরের মায়েদের প্রতি আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেছে, তাদের মধ্যে যাদের সন্তান হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তাদের যেন বুঝিয়ে মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসেন।

বৃহস্পতিবার ভারতনিয়ন্ত্রীত কাশ্মীরে আত্মঘাতি বোমা হামলার একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হওয়ার পর এ হুশিয়ারি দেয়া হয়েছে। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

কাশ্মীর উপত্যকা থেকে জইশ-ই-মোহাম্মদের পুরো নেতৃত্বকে শেষ করে দেয়া হয়েছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী।

চিন্নার কোরপসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ক্যানওয়াল জিত সিং বলেন, কাশ্মীরের সব মায়েদের প্রতি আমার অনুরোধ, সন্ত্রাসবাদে যোগ দেয়া আপনার সন্তানকে আত্মসমর্পণের অনুরোধ করুন। তাদের মূলস্রোতে ফিরে আসতে বলুন। কাশ্মীরে যদি কেউ অস্ত্র তুলে নেয়, তাকে মুছে ফেলা হবে, যদি না আত্মসমর্পণ করেন।

আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীরের পুলিশের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সেনা কর্মকর্তা বলেন, সরকারের আত্মসমর্পণ নীতির কারণে তরুণরা মূলধারায় ফিরে আসতে পারবেন। কিন্তু এর বাইরে কেউ অস্ত্র তুলে নিলে তাকে শেষ করে দেয়া হবে।

পুলওয়ামায় হামলা পরের ১০০ ঘণ্টায় অন্তত তিন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দেশটির সেনাবাহিনী।

Bootstrap Image Preview