Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লারাকে টপকে ক্যারিয়ারের ইতি টানতে চান গেইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


২০১৯ বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেল। আসন্ন ২০১৯ বিশ্বকাপই যে গেলের শেষ ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ক্রিস গেইল এখনো অবধি দেশের হয়ে ২৯৫ ওয়ানডে ম্যাচে মোট ৯৭২৭ রান করেছেন। যেখানে তার নামের পাশে রয়েছে ২৩টি শতক এবং ৪৯ অর্ধশতরানের ইনিংস। আবার ১০ হাজার রানের মাইলফলক থেকেও তিনি আর মাত্র ২৬৩ রান দূরে আছেন।

২০১৮ সালের জুলাইয়ের পর থেকে আর কোনও একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজেই কামব্যাক হতে চলেছে ক্যারিবিয়ান তারকার। এই সিরিজ দিয়েই তিনি বিশ্বকাপের প্রস্তুতি সারবেন তিনি।

তাই বিশ্বকাপ ও তার আগের এই সিরিজের দিকে তাকিয়ে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে পৌঁছনোই এখন লক্ষ্য তাঁর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুপারস্টার ব্রায়ান লারাকে টপকে যেতে আর মাত্র ৬৭৭ রান প্রয়োজন গেলের। নিজের পরিচিত ছন্দে থাকলে বিশ্বকাপের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তিনি। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটে ফিরলেও মানিয়ে নিতে অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ‘ইউনিভার্সাল বস’।

Bootstrap Image Preview