Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

এফ এম আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৫ম ধাপে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাচন অফিসারের নিকট চেয়ারম্যান পদে তিন জনসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  সাংবাদিক মাও: মো: শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জারজিস হাসান মিঠু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম সাথী মনোনয়নপত্র দাখিল করেন।

রাণীনগর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য তিনটি পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে তিন জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেননি। এছাড়া তিন জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Bootstrap Image Preview