Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থী

 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এ দিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, স্বতন্ত্রপ্রার্থী এডভোকেট মাওলানা রশীদ আহমদ,স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মসুফ, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ গোলাপগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে  সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, নার্গিস পারভিন, মাছুমা সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আব্দুল আহাদ, মনসুর আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু,  পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রিপন, শরফ উদ্দিন প্রার্থীরা তার সমর্থকেদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা করেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ফেব্রুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ করা হবে ১৮ মার্চ।
প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২২হাজার ৫শত জন।

Bootstrap Image Preview