Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে নৌকার বিপক্ষে লড়বে চাচা-ভাতিজা

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চাচা ভাতিজাসহ ৩টি পদে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার সামশুল আযমের নিকট প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে এ মনোনয়ন পত্র জমা প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী উপজেলা আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আহসান হাবীব বুলবুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম ও তার ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। এ পদে আ.লীগের হয়ে মনোনয়নপত্র দাখিল করা ৩ জন প্রার্থীসহ ৪ জন মনোনয়ন চেয়েছিল। অপর মনোনয়ন চাওয়া প্রার্থী হলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক দেলওয়ার হোসেন সিদ্দিকি।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হলেন-বড়পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আরজু লিটন, কামরুজ্জামান। তবে বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্নান নির্বাচনে অংশ নিবেন না। তিনি মনোনয়নপত্র গ্রহণ বা জমা করেননি।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন- আ.লীগ নেত্রী আলেয়া পারভীন, জুলিয়া তাসনিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা আক্তার, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ এবং মিনা বেগম।

Bootstrap Image Preview