Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে তিনটি পদে ৯৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার (১৮ ফেব্রুয়ারি)। শেষ দিনে জেলার ১৩টি উপজেলায় স্ব স্ব রির্টানিক কার্যালয়, কেউ আবার জেলা রির্টানিক কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়াম্যান পদে মনোনয়নপত্র উৎসবমুখর পরিবেশে জমা দিয়েছেন।

দ্বিতীয় ধাপে দিনাজপুর জেলার সব কয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 জানা যায়, জেলার ১৩টি উপজেলায় এখন পযর্ন্ত তিনটি পদে মোট ৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় চেয়ারম্যান পদে ২৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, এসব প্রার্থিতা বাছাই হবে ২০ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আর আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৫৪ জন।

Bootstrap Image Preview