Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যকার সংঘর্ষে আহত ১৩

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পূর্বে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৩ নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল (৫৫), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু (৩৮), উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু (৩২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য ডাবলু সরকার (৩৫), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম (৩৫), এলাঙ্গী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু তাহের (২৩), এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন (২২), বিলচাপড়ী গ্রামের যুবলীগ কর্মী লাভলু রহমান (৪২), আব্দুল মোমিন (২৬), হাসাপোটল গ্রামের আওয়ামী লীগ কর্মী আবু হানিফ (২৭), নিমগাছি গ্রামের আওয়ামী লীগ কর্মী আব্দুল বাকী (৩৫), এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিব হোসেন (১৯) ও  লিখন মাহমুদ (১৮)।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে সকাল থেকে দলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ সড়কে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে।

এদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুরের দিকে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিল। এসময় এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছায়।

সেখানে আওয়ামী লীগের নেতা এমএ তারেক হেলালের মোটরসাইকেলের সাথে যুবলীগ নেতা বনি আমিন মিন্টুর ধাক্কা লাগে। এ বিষয়টি নিয়ে এমএ তারেক হেলাল ও বনি আমিন মিন্টুর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ নেতাকর্মী আহত হয়।  

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদ এলাকার বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

 

Bootstrap Image Preview