Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন : চকরিয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview


আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উৎসবমুখর পরিবেশে স্ব-স্ব পদের প্রার্থীরা চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, আরকান সড়ক পরিবহন সভাপতি মোহাম্মদ জহির, আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এস এম সিরাজুল হক ও সাদ্দাম হোসাইন।

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নারী ৩ জন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- শিল্পী সিরাজুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর ছৈয়দ আলম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগ নেতা মকছুদুল হক ছুট্ট, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবু মুছা, যুবলীগ নেতা বেলাল উদ্দিন শান্ত, আইনজীবী সহকারী হেলাল উদ্দিন, আবদুল ওয়াহেদ ও আবদুল্লাহ আল নোমান।

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।

বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রার্থীতা বাচাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

Bootstrap Image Preview