Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিসেম্বরের মধ্যে চালু হবে উত্তরা-আগারগাঁও মেট্রোরেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ উদ্যোগে চলমান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট (মেট্রোরেল) প্রকল্পের উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আর বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ অংশ ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে এমপি শহিদুল ইসলামের (লক্ষ্মীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, সংশোধিত কর্মপরিকল্পনা অনুযায়ী মেট্রোরেলের নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০.১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয়দিকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক এই বিদ্যুৎ চালিত এলিভেটেড ম্যাস র‍্যাপিড ট্রানজিট নির্মাণের লক্ষ্যে বাংলাদেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২-২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়। এটা একটি ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প।

Bootstrap Image Preview