Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোচিং চালানোর দায়ে ৪ জনের দণ্ড

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview


এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে ৪ জনের অর্থদণ্ড ও মুচলেকা দিয়ে ছাড় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিমুল আকতার এ অভিযান পরিচালনা করেন।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের সহযোগিতায় গোদাগাড়ী পৌর এলাকায় বিভিন্ন জায়গায় অবৈধভাবে কেচিং পরিচালনার জন্য অভিযান শুরু করেন। এতে সুলতানগঞ্জ বাজারের ডায়নামিক কোচিং সেন্টার হতে মোঃ সেলিম আকতার ও রওশন আরা পারভীন কে আটক করে।

অপরদিকে, গোদাগাড়ী গ্রীণভিউ কোচিং সেন্টার হতে রাফিউল করিম ও সানরাইজ কিন্টার গার্টেন হতে আবুল কালাম আজাদকে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিমুল আকাতর তাদের অবৈধ ভাবে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে প্রত্যেককে ১ হাজার অর্থদণ্ড ও নিষিদ্ধ সময়ে আর কোচিং পরিচালনা করব না মর্মে মুচলেকা দেয়।

Bootstrap Image Preview