Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানীশংকৈলে আ’লীগসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ক্ষমতাসীন আওয়ামীলীগসহ তিন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।  

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নিবার্চন অফিসার আখি সরকার।

ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এদিন দুপুর ২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সাইদুল হক নেতাকর্মীদের সাথে নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী চাষী এনামুল হক ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। তবে চারজন প্রার্থী মনোনয়ন পত্র নিলেও শেষ পর্যন্ত জমা দিয়েছে তিনজন।

উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার জানান,  ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন ফরম নিলেও শেষ দিনে এসে পাঁচ জন  পুরুষ প্রার্থী ও তিন জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিকলীগ সম্পাদক রুস্তম আলী দিগেন্দ্র নাথ, আ’লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী ও তোফাজ্জল হোসেন। আর নারী প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কাস পার্টির নেত্রী শেফালী বেগম।

 

Bootstrap Image Preview