Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাতানো মামলায় জামিন পেলেন সাংবাদিক হৃদয় দেবনাথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


সংবাদ প্রকাশের জের ধরে বিডিমর্নিংয়ের সাংবাদিক হৃদয় দেবনাথ এর বিরুদ্ধে দায়ের করা মামলার জামিন দিয়েছে আদালত। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার নারী ও শিশু আদালত এ জামিন প্রদান করেন।

এর আগে গত দুই বছর আগে- শ্রীমঙ্গল থানার গ্রেফতার বাণিজ্য; শ্রীমঙ্গল থানার গেইট নির্মাণের নামে চাঁদা বাণিজ্য; শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শ্রীমঙ্গলে একের পর এক ডাকাতি শিরোনামে দৈনিক যায়যায়দিন ও আঞ্চলিক দৈনিক উত্তর পূর্ব এবং জিটিভির স্ক্রল সংবাদে এই প্রতিবেদকের খবর প্রকাশ ও প্রচার হয়।

সংবাদ প্রকাশের পর পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ দু'জন পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। তার কিছুদিন পর 'ট্রাফিক পুলিশের অবহেলায় জ্যামের শহরে পরিণত হয়েছে শ্রীমঙ্গল' শিরোনামে সংবাদ প্রকাশের পর একজন সার্জেন্টকেও প্রত্যাহার করেন পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ।

এরই জের ধরে তৎকালীন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান থানা কম্পাউন্ডের ভিতরে সকলের সামনেই সাংবাদিক হৃদয়কে দেখে নেয়ার হুমকি দেন। এই হুমকির পর সাংবাদিক হৃদয় দেবনাথ তার ফেসবুকে আইডি থেকে একটি স্ট্যাটাস দেন- "সংবাদ প্রকাশের জের ধরে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে একটি বিশেষ মহল"। এই স্ট্যাটাসের কিছুদিন যেতে না যেতেই সাংবাদিক হৃদয় দেবনাথ এর ওপর একের পর এক 'গায়েবি মামলা' হতে থাকে।

মামলার প্রতিবাদে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন স্থান থেকে সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাসের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাতে থাকে। সাংবাদিক হৃদয় দেবনাথের ওপর একের পর এক মিথ্যা মামলার সংবাদটি প্রথম সারির বেশিরভাগ জাতীয় দৈনিক থেকে শুরু করে আঞ্চলিক পত্রিকাগুলোতেও প্রকাশ হয়।

Bootstrap Image Preview