Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন : শ্রীমঙ্গলে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়াম্যান (পুরুষ) পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজলার বর্তমান চেয়ারম্যান রনধীর কুমার দেব। তিনি বাংলাদশ আওয়ামী লীগ মনানীত প্রার্থী। এর আগ তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় মনোনয়ন ক্রয় করে বেশ আলাচনায় ছিলন।

এ ছাড়াও চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল কাউয়ুম, সতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক।

ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, এনাম হোসেন চৌধুরী, মোঃ লিটন আহমদ, এম এ রহিম নোমানী, পরিমল দাশ ও হাসানুল হক দুলাল।

মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলনা চৌধুরী, মিতালী দত্ত, মোছাঃ শিরিনা আক্তার, হাজরা খাতুন, পারভীন চধুরী।

Bootstrap Image Preview