Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সংসদ সদস্যকে গুলি করে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংসদ সদস্যকে রাস্তায় গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি উড়িয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্যকে ক্রমাগত ফোনে এমন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রায় দু’মাস ধরে হুমকি পাওয়ার পরে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।

ভারতীয় একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ফোনে বেশ কিছু দিন ধরেই শান্তনু সেনকে গুলি করে মারার হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি ঘন ঘন সেই হুমকি ফোন আসা শুরু হয়। এমনকী, পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়।

শান্তনু সাংবাদিকদের জানিয়েছেন, ‘ডিসেম্বর মাস থেকে হুমকি ফোন পেতে শুরু করলেও প্রথমে আমি বিষয়টিকে পাত্তা দিইনি। কিন্তু গত দু’সপ্তাহ ধরে ঘন ঘন ফোন করে আমার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আমায় রাস্তায় গুলি করা হবে এবং আমার মেয়েকেও অপহরণ করা হবে। আমি বিষয়টি সিঁথি থানায় জানিয়েছি।’

শান্তনুর ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হচ্ছে। যদিও, তার দাবি তিনি ভয় পাচ্ছেন না। কিন্তু পরিবার এবং বন্ধুদের পরামর্শেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সিঁথি থানার পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ‘যে নম্বর থেকে হুমকি ফোনগুলো এসেছে। সেগুলি সবই ভুয়া নামে নথিভুক্ত।

Bootstrap Image Preview