Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীকে খুশী করতে তার মতোই চুল কাটলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রে ‘মিডোর এলিমেন্টরি’ নামের একটা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শ্যানন গ্রিম একদিন লক্ষ্য করেন প্রিসিলা পেরেজ নামের তার এক ছাত্রী খুব মন খারাপ করে আছে। শ্যানন মন খারাপের কারণ জানতে চাইলে প্রিসিলা জানায় ‘ স্কুল মোটেও মজার নয়। আমার কান্না করতে ইচ্ছে করছে।’

৫ বছরের ছোট্ট প্রিসিলার মুখে এ ধরনের কথা শুনে শ্যানন বুঝতে চেষ্টা করলেন কেন সে এমন কথা বলছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন, প্রিসিলা চুল কাটার পর তার বন্ধুরা তাকে ছেলে বলে খেপাচ্ছে।এ কারণে সে প্রতিদিন মাথায় টুপি পড়ে স্কুলে আসছে। যতক্ষন স্কুলে থাকছে মাথা থেকে টুপি সরাচ্ছে না।চুল নিয়ে বন্ধুরা ব্যঙ্গ করাতেই ছোট্ট প্রিসিলার মনে স্কুলের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে।

ছাত্রীর মন ভাল করতে শ্যানন দারুন এক উপায় বের করলেন। বন্ধুরা যাতে প্রিসিলাকে আর না খেপায় এজন্য শ্যানন নিজের চুলও ছোট করে ফেলেন ছাত্রীর মতো করে।

শ্যানন বলেন, ‘ছাত্রদের মধ্যে যাতে ভালোবাসা তৈরি হয় ও তারা পরস্পরের প্রতি সহযোগিপূর্ণ হয় সেটা বোঝাতেই আমি এমনটা করেছি।’

Bootstrap Image Preview