Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘২০২৫ সালের মধ্যেই ঢাকা থেকে বরিশাল রেল সংযোগ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই রাজধানী ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে।

সোমবার সংসদে বিরোধী দলের সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান রেলপথ মন্ত্রী।

এসময় তিনি বলেন, দেশের সব জেলায় রেল সংযোগ স্থাপন করে জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবহন সেবা দিতে কাজ করছে সরকার।

‘দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজও চলছে।’

এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজ অর্থায়ন ১ হাজার ৯৯৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ধরা হয়েছে ৭ হাজার ৯৯২ কোটি টাকা।

চীন সরকারের নমনীয় ঋণ অথবা যেকোনো উন্নয়ন সহযোগী দেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রী আরো জানান, পদ্মাসেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য কাজ চলছে।

Bootstrap Image Preview