Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে মাথায় হেলমেট ও হাতে অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দলীয় কোন্দলের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র আর মাথায় হেলমেট পরে এতে অংশ নেয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

জবি ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার পর পদপ্রত্যাশী কয়েকটি পক্ষ কিছুদিন ধরে ক্যাম্পাসে মহড়া দিচ্ছিল। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে একটি পক্ষ ক্যাম্পাসে মহড়া দিতে থাকে। তারা অন্য পক্ষকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকে।

বেলা ১২টার দিকে পদপ্রত্যাশী আরেকটি পক্ষ ক্যাম্পাসে প্রবেশ করলেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তারা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।

বেলা দুইটার পরও থেমে থেমে সংঘর্ষ চলছিল।

Bootstrap Image Preview