Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় নকল করায় ইবির ৯ শিক্ষার্থীর সেমিস্টার বাতিল

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


পরীক্ষার হলে নকল করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে।

আজ সোমরার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় তাদের শাস্তি সিন্ডিকেট বরাবর সুপারিশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু জানিয়েছেন।

জানা যায়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আশকারীর সভাপতিত্বে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত প্রক্টর ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

শাস্তিপ্রাপ্তরা হলেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান, সুলাইমান, আহসান খন্দকার। লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন ও তারিকুল ইসলাম। হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জায়েদ শেখ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

এ সাত জনের সংশ্লিষ্ট বছর ও সেমিস্টারের সকল কোর্স বাতিল করা হয়েছে এবং পরবর্তী শিক্ষাবর্ষের সাথে শিক্ষা কার্যক্রম চলবে।

এ ছাড়াও আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসনেয়ারা খাতুন ও যূথী খাতুন। এ দুই জনের সংশ্লিষ্ট একটি কোর্স বাতিল করা হয়েছে।

Bootstrap Image Preview