Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাতৃভাষা দিবস উপলক্ষে ইবিতে তিন দিনব্যাপী বই মেলা

ইবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে ১৯ থেকে ২১ফেব্রুয়ারি পযর্ন্ত তিন দিনব্যাপী বইমেলা, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা যায়, বিশ্ববিদ্যারয়ের ‘বাংলা মঞ্চ’ সংলগ্ন আম তলায় ১৯ থেকে ২১ফেব্রুয়ারি পযর্ন্ত তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। বই মেলায় এবছর প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীর বইসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা বই পাওয়া যাবে।

এছাড়াও ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পযর্ন্ত তিন দিন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক। ২য় দিনের আলেচনা সভায় প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান। ৩য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

এদিকে ২০ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া এবং রাত ১১.৪৫ টায় শোক র‌্যালি বের করা হবে। রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে। পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। 

এছাড়াও ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে এবং হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

Bootstrap Image Preview