Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করবে ভারত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


পুলওয়ামায় জঙ্গি হামলায় জেরে ভারতীদের চাপে পড়ে  ভারতে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল-এর সম্প্রচার বন্ধ করেছিল টুর্নামেন্টের সরকারি সম্প্রচারকারী সংস্থা ডিস্পোর্ট। এবার আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ না খেলার প্রস্তাব রাখল অভিজাত ভারতীয় এক ক্রিকেট ক্লাব! 

কাশ্মীর উপত্যকায় জঙ্গি হানায় ৪০ জন ভারতীয় সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ক্ষোভে ফুঁসছে গোটা ভারত৷ এর মধ্যেই ভারতের কয়েক স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারসহ ইমরান হোসেনের ছবি ঢেকে দেওয়া হয়েছে। তবে এবার ভারতের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া বিসিসিআইয়ে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আর্জি জানিয়েছে। 

ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলের খবর অনুযায়ী, কেন্দ্রের তরফেও বিসিসিআইকে চিঠি দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে ভেবে দেখার আবেদন জানানো হয়েছে। বোর্ডের তরফে অবশ্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে। কারণ, এত বড় সিদ্ধান্ত নিল একাধারে আর্থিক এবং কূটনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে বিসিসিআইকে।

উল্লেখ্য চলতি বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর৷ সেই আসরে সূচি অনুয়ায়ী ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ভারতের৷ কিন্তু ভারতীয় সমর্থকতের দাবি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করুক ভারত। আর সেটি না হলে তা তীব্র আন্দোলনেরও হুমকি দেন।

Bootstrap Image Preview