Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনে বিএনপি না আসায় আ.লীগ হতাশ নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


উপজেলা নির্বাচনে বিএনপি না আসায় আওয়ামী লীগ হতাশ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

ওবায়দুল কাদের বলেন, সম্পাদকমণ্ডলীর সভায় উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই মধ্যে দুই দফায় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২২-২৩ তারিখ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এই দু’টি বৈঠক শেষে তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন দেওয়া হবে। উপজেলা নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামাত নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, এটি এখন আদালতের এখতিয়ার। আওয়ামী লীগ সবসময়ই জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

বিচার বিভাগের প্রতি সরকার ও ক্ষমতাসীন দল আস্থাশীল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। বিচার বিভাগ একটি সিদ্ধান্ত নেয়ার আগেই আমি তো সেটিকে ভায়োলেট (অমান্য) করতে পারি না। আদালতের রায়ের আগেই এ বিষয়ে সরকার কিছু করতে পারে না।

Bootstrap Image Preview