Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে আলু সংরক্ষণে ব্যস্ত কৃষক

মো: আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


এবছর আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আলু চাষে ভালো ফলন হওয়াতে অনেকটায় লাভের আশা করছে পাঁচবিবি উপজেলার আলু চাষীরা। আলুতে ভালো ফলন হওয়ায় আলু বাজার জাতের পাশাপাশি আলু সংরক্ষণে ব্যস্ত সময় পার করছে উপজেলার কয়েক হাজার আলু চাষী। বিগত দিনের লোকসান ভূলে চলতি মৌসুমে লাভের আশা দেখছে আলু সংরক্ষণের মধ্য দিয়ে।

উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম জানায়, এবছর প্রায় ৬ হাজার ৮শ’ হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হয়েছে। এবছর কাডিনাল, ডায়মান্ট, এস্টারিক্স, গ্রানুলা, পাকরী ও লেডি রোজেটা সহ অন্যান্য বিভিন্ন জাত সমূহের আলুর চাষাবাদ তূলনামূলক বেশি হয়েছে। তবে বর্তমান বাজার মতে খুব একটা লাভ হবে না বলে দাবি কৃষকদের।

এদিকে উপজেলার একমাত্র আলু সংরক্ষানাগার কুসুম্বা আফিয়া কোল্ড ষ্টোরের জেনারেল ম্যানজার জিয়াউর রহমান বলেন, চলতি মৌসুমে ১ লাখ ৩৫ হাজার (৫০ কেজি ওজনের) আলুর বস্তা সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ষ্টোর কর্তৃপক্ষ। সেইলক্ষ্যে প্রতি বছরের ন্যায় চলতি মাসের ২২ তারিখ থেকে আলু সংরক্ষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধনও করা হবে।  

এবছর তেমন বেশী শীত ও শৈত্য প্রবাহ না হওয়ায় বীজের কোন ক্ষতি বা পোকা-মাকড় ও রোগ বালাই নেই একারণে সব জাতের আলুর ভাল ফলন হয়েছে।     

Bootstrap Image Preview