Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবুধাবির সঙ্গে ঢাকার চারটি সমঝোতা স্মারক সই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে বাংলাদেশের বন্দর, শিল্পপার্ক, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকালে আবু ধাবির সেন্ট রেগিজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

এমওইউ স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব ইহসানুল করিম ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

পরে স্বাক্ষর অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, আমার মনে হচ্ছে যে, এটার ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএইর মধ্যে ব্যবসার একটা নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা আগে কখনো দেখিনি।

প্রসঙ্গত, জার্মানি সফর শেষে রবিবার সকালে মিউনিখ থেকে আবু ধাবি পৌঁছান শেখ হাসিনা। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

এরপর সকালে আবু ধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। দুপুরের পর ব্যবসায়ী ও বিনিয়োগ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Bootstrap Image Preview