Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নেওয়ার অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশের পরিচয়ে মাদক তল্লাশির নামে বাড়ি থেকে স্বর্ণলঙ্কার ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফারেজ হোসেন জানান, রবিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সাদা মাইক্রোতে এসে সালুয়া গ্রামের বিশনার ছেলে মিলন ও ভুষন চন্দ্রের ছেলে ওপেনের বাড়িতে মাদকদ্রব্য আছে বলে তল্লাশি চালায়। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলারা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশ বলে নিজেদের দাবি করেন। এসময় তল্লাশীর নামে তাঁরা বাড়ির আসবাবপত্র ও ট্র্যাং তছনছ করে। এতে মহিলারা বাধা দিলে তাদেরকে হ্যান্ডকাপ পড়িয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা বলে। এসময় মিলনের বাড়ি থেকে এক ভরি ওজনের স্বর্ণের হাড় ও ২০ হাজার টাকা ও ওপেনের বাড়ি থেকে দশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ ওসি ফরিদ হোসেন জানান, ওখানে ডিবি পুলিশের কোন অফিসার যায়নি। ওখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন গিয়েছিলো বলে তাঁরা স্বীকার করেছে। তবে টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগটি অস্বীকার করেছে তাঁরা।

এদিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন গিয়ে তল্লাশী করেছে এমন খবর পেয়েছি।

Bootstrap Image Preview