Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৯ AM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ায় দন্ত চিকিৎসার নামে প্রতারণা করার দায়ে শহিদুল ইসলাম ইয়াদ নামে এক ভুয়া ডাক্তারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক রহমান এ আদেশ দেন। মো. শহিদুল ইসলাম ইয়াদের বাড়ি লোহাগড়ায়। এসময় অপর একটি চেম্বার সিলগালা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সে সিটি ডেন্টাল নামে চেম্বার খুলে ভুয়া দন্ত ডাক্তার মো. শহিদুল ইসলাম ইয়াদ (৪১) দীর্ঘদিন ধরে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিলেন।  রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক রহমান অভিযান চালিয়ে মেডিকেল ও ডেন্টাল আইনের অধীনে ভুয়া ডাক্তার পদবী ব্যবহার করায় মো. শহিদুল ইসলাম ইয়াদকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এসময় মজুমদার কমপ্লেক্সের অপর ভুয়া ডাক্তার লিয়াকত আলী পালিয়ে গেলেও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তার চেম্বার সিলগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে লোহাগড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

Bootstrap Image Preview