Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার পাকিস্তানে সেনা বহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের পাকিস্তানের সেনা বহরে আত্মঘাতী হামলা হয়েছে। দেশটির বেলুচিস্তানের কাছে এই হামলায় অন্তত ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন।

গত বৃহস্পতিবার বিকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।

দ্যা বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview