Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩ জন

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জ বজ্রপাতের ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।  

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কমলগঞ্জ ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত মিয়া (১১) মাঠে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান জানান, বিকেলের ঐ সময়ে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়া ও তার চার সহপাঠী মিলে মাঠে ক্রিকেট খেলছিল। এসময় বৃষ্টিসহ বজ্রপাতে খেলার মাঠেই ছাত্র রিফাত মারা যায়।

এছাড়াও ৩ জন খেলার সাথী উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২) আহত হয়েছে। ঘটনার পর রিফাতসহ আহত ৩ জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, বজ্রপাতে স্পৃষ্ট হয়ে রিফাত মারা গেছে ও বাকি ৩ জন আহত হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কমকর্তা আশেকুল হক জানান, বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন জন আহত হওয়ার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

 

 

Bootstrap Image Preview