Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বত্র বাংলা ভাষার ব্যবহার চালু হয়নি : ডা. জাফরুল্লাহ

ফায়জুন সিতু, গবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার আজও পুরোপুরি চালু হয়নি। এমনকি বাংলা তারিখও ব্যবহারে রয়েছে চরম অনীহা।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সাভারের গণ বিশ্ববিদ্যালে অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে 'হৃদয়ে বায়ান্ন' সাহিত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জাফরুল্লাহ বলেন, আমি বরাবরই পত্রিকাগুলোকে বলি পত্রিকার শুধুমাত্র প্রথম নয়, সকল পাতাতেই যেন বাংলা তারিখ ব্যবহার করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রে সবসময়ই বাংলা ভাষা এবং বাংলা তারিখ ব্যবহার করা হয়। আমাদের সংস্কৃতি যদি আমরাই ভুলে যাই তবে কে পালন করবে এ সংস্কৃতি?

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ লায়লা পারভিন বানু বলেন, বৃটিশ আমল থেকে এখনো কোর্ট কাচারীতে ইংরেজী ভাষা ব্যবহৃত হয়ে আসছে। দেশের আপামর সাধারণ জনগণ একারণেই কোর্টে গিয়ে দালালদের স্মরণাপন্ন হচ্ছে।

অগ্নিসেতু গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হোসাইনুল আরেফিন সেতুর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা। এছাড়াও অগ্নিসেতু কেন্দ্রীয় কমিটির সভাপতি অরুপ দাস সেন, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো জুয়েল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Bootstrap Image Preview