Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইকের নির্দেশনা মানলে বইমেলায় এই ক্ষতি হতো না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


চলছিল বসন্তের সুর। সে সুরে কান্না নামিয়ে হঠাৎ বৃষ্টিতে সব যেনও হারিয়ে গিয়েছে। সেই হারানো সুর লেগেছে প্রাণের বই মেলাতেও। ফাগুনের হাওয়ায় মানুষের যে ঢল নেমেছিলো বইমেলায়, আজ হঠাৎ বৃষ্টির কারণে সে ঢল হারিয়ে গেছে।

আজ রবিবার ১৭ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার বহু স্টলের বই ক্ষতিগ্রস্ত হয়েছে। বইমেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ ব্যাপারে বাংলা একাডেমির পরিচালক  ড. জালাল আহমেদ বলেন, গতকাল মেলায় মাইকে জানানো হয়েছে আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা। আর সকলকে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে বলা হয়েছে। তাছাড়া  বইমেলার নীতিমালার ১৩/৭ ধারায় আছে প্রতিদিন প্রকাশকরা মেলা শেষে অবিক্রীত বই সেলফ থেকে নামিয়ে ট্রাংকে রেখে যাবেন। পলিথিনে ঢেকে যাবেন স্টলের সামনের অংশ। কিন্তু বেশিরভাগ প্রকাশনীই এই নির্দেশনা মানে না। আর তার ফলাফল আজকের ক্ষতি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনেক স্টলে কোন ক্ষতি হয়নি। আর অনেকেরই বিশাল অংকের ক্ষতি হয়েছে৷

মেলা কর্তৃপক্ষ জানায়,  ঝড়ে ক্ষতিগ্রস্থ স্টল ইতিমধ্যে মেরামত করা হয়েছে। একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে এক হাত পরিমাণ পানি জমেছিল, ফায়ার সার্ভিস এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেগুলো ঠিক করা হয়েছে৷

মাহিয়া প্রকাশকের ব্যবস্থাপক আজাদ ইসলাম বলেন, গতকাল মাইকিংয়ের পরি আমি সব গুছিয়ে রাখি। তিন স্তরে পলিথিন দেই৷ আল্লাহর রহমতে আমার তেমন কোনো ক্ষতি হয়নি৷

চারুকথা প্রকাশনির ব্যবস্থাপক রিপন চোউধুরী বলেন, প্রতিবছরই বৃষ্টিতে এমন লোকসানের বিষয় চোখে পরে৷ সেক্ষেত্রে কর্তৃপক্ষকে সে বিষয়টি মাথায় রেখে স্টল নির্মানের কাজ করা উচিত৷ আমাদের অনেক বই ভিজেছে, যা বিক্রি অনুপযোগ্য৷

উল্লেখত, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শিলা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও দিন ও রাতের বেলা তাপমাত্রা বাড়তে পারে।

Bootstrap Image Preview