Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ পল্লী উন্নয়ন বোর্ড পরিদর্শনে এলজিআরডি মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিদর্শন করেছেন।

রবিবার পরিদর্শন শেষে তিনি বিআরডিবির কার্যক্রম পর্যালোচনা সভায় যোগ দেন। প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এই সভা হয়।

সভায় পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গৃহীত বিআরডিবির সাম্প্রতিক কর্মকাণ্ড, বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রতিষ্ঠানটির গৌরব সমুন্নত রাখা এবং পল্লীর দুস্থ জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বিআরডিবির মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দীন তালুকদার, বিআরডিবির পরিচালক, প্রকল্প ও কর্মসূচি পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সচিব মো. কামাল উদ্দীন তালুকদার পল্লী উন্নয়নে নিয়োজিত সব প্রতিষ্ঠানের মধ্যে কার্য সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

Bootstrap Image Preview