Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৩ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা ও মিলনমেলা অনষ্ঠিত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

ফোরামের সাবেক সভাপতি মোজাম্মেল হক সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন আল-কুরআন এন্ড ইসলামিক ইস্টাডিজ বিভাগের প্রফেসর ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. এম এয়াকুব আলী, প্রফেসর ড. নাসির উদ্দিন মিজি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে নবীনদের বরণ শেষে প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে আগামী এক বছরের জন্য ৪৬ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেছার উদ্দিনকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষাথী হোসাইন মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন করা হয়।

Bootstrap Image Preview