Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শপথ গ্রহণ, মার্চপাস্ট, মশাল প্রজ্জ্বলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

কলেজ অধ্যক্ষ মোঃ ফয়জুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নিখিল রঞ্জন মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ৪৮-বিজিবি অধিনায়ক ও গভর্নিং বডির উপদেষ্টা সদস্য লেঃ কর্নেল আহমেদ ইউসুফ জামিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী মনোভাব গড়ে তুলতে হবে।

এদিন বিকেলে সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক ও গভর্নিং বডির চেয়ারম্যান লে. কর্নেল সাঈদ হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী ও সুস্থ্য বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। 

তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আরো বলেন, আশা করি তোমাদের এ সুস্থ্য প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং নিজেদেরকে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে সক্ষম হবে।

পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। কলেজ অধ্যক্ষ মোঃ ফয়জুল হক এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview