Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ইরানে হামলা, পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview


গত বুধবারে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় সে দেশের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভল্যুশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। এ ঘটনায় তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রবিবার ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ডাইরেক্টর জেনারেল ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিফফাত মাসউদকে ডেকে সংগঠিত এ হামলার জোরালো প্রতিবাদ জানান।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত বুধবার সীমান্তের কাছে পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ২৭ সদস্য নিহত হয়। আত্মঘাতী ওই হামলার প্রতিবাদ জানাতে রবিবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

২৭ সদস্যের প্রাণহানির ঘটনায় দুই দেশের মাঝে চরম উত্তেজনা চলছে। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ওই এলাকা আফিম চোরাচালানের জন্য বিখ্যাত। সেখানে প্রায়ই ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এ ছাড়া মাদক চোরাচালানকারীদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে ইরানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এ ছাড়া পাকিস্তান জঙ্গিদের আশ্রয় ও মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটি।

গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-আল আদি (ন্যায়বিচারের সৈনিক) পাক সীমান্তের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পর দায় স্বীকার করে।

Bootstrap Image Preview