Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে বসন্তবরণ ও পিঠা উৎসবের উদ্বোধন

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এমবিএ ২০তম ব্যাচের আয়োজনে বসন্তবরণ, পিঠা উৎসব ও ঘুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে শারীরিক শিক্ষা অফিস চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আব্দুস শাহীদ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, সাবেক ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ান ইসলাম, প্রক্টর (ভার:) ড. মোঃ আনিছুর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

এ পিঠা উৎসবে ভাপা পুলি, ভ্যানিলা পুডিং, হৃদয় হরণ, সাঁচের নক্সী, ঝিনুকও গোলাপ পিঠাসহ প্রায় অর্ধশত প্রকারের পিঠার আয়োজন করা হয়।

Bootstrap Image Preview