Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে বিজিবির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সাধারণ মানুষের ওপর নির্বিচারে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাঁও জেলা সমিতির শিক্ষার্থীদের আয়োজনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের বিচার চেয়ে পাঁচ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো- নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে জড়িত বিজিবি সদস্যদের শাস্তি প্রদান, নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, সীমান্তবর্তী এলাকায় সকল প্রকার চোরাচালান বন্ধ করা, সীমান্তবর্তী এলাকার জনগণের সাথে বিজিবি’র সহাবস্থান নিশ্চিতকরণ এবং বিজিবি কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার করা।

জেলা সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান প্রধানমন্ত্রীর কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, ‘সামান্য একটি গরুর জন্য তিনটি প্রাণ বিজিবি গুলি করে হত্যা করতে পারে না। যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারাই আবার সাধারণ জনগনের বিরুদ্ধে মামলা করেছে। এটা কি ধরণের প্রহসন? আবার জনগণ মামলা করতে গেলেও স্থানীয় প্রশাসন বিভিন্ন ধরণের গড়িমসি করছেন। তাই আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির জোড় দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁওয়ে হত্যাকাণ্ডের সাথে বিজিবি’র সদস্যরা সরাসরি জড়িত। এমনকি তারা নিজেরাই চোরাচালানে বিভিন্নভাবে সহযোগিতা করে সাধারণ জনগনের ওপর নির্যাতন চালায়। সীমান্তবর্তী ওই এলাকায় বিজিবির গুলিতে যারা নিহত হয়েছে তারা কেউ চোরাচালানের সাথে জড়িত ছিল না। কেননা তাদের মধ্যে একজন ছিল ১২ বছরের শিশু, অন্যজন এলাকায় দুইটি কোচিংয়ে পড়ান এবং অন্যজন হলেন সাধারণ কৃষক। নিরীহ জনগণের ওপর বিজিবির এমন বর্বরতার সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

হরিপুর উপজেলার বহরামপুর গ্রামের আরেক শিক্ষার্থী বলেন, ‘সাধারণ জনগণ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে গেলে বিজিবি উল্টো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দেয়। এমনকি যারা বিজিবির গুলিতে মারা গেছে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করে। তবে এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেননি।’

লোক প্রশাসন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী মাহবুব রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রগতিশীল ছাত্র জোটের সভাপতি মনির হোসেন, রাবি শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য আতিকুর রহমান, আনিসুর রহমান, ঈসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরামপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির সাথে সাধারণ জনগণের সংঘর্ষের সময় বিজিবি গুলি বর্ষণ করলে শিশুসহ তিন জন নিহত হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

Bootstrap Image Preview