Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোমাঞ্চকর জয়ে বিগব্যাশের শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


মেলবোর্ন স্টার্সেকে ১৩ রানে হারিয়ে বিগব্যাশের শিরোপ জয়ের গৌরভ অর্জন করল মেলবোর্ন রেনেগেডস। স্টার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান তোলে মেলবোর্ন রেনেগেডস। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের বেশি করতে পারেনি গ্লেন ম্যাক্সওয়েলের দল।

মেলবোর্ন স্টার্স টসে জিতে রেনেগেডসকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে ব্যাটিং বিপর্য়েয়ে পড়ে রেনেগেডস। ৬৫ রানেই হারিয়ে ফেলে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান।এরপর টম কুপার ও ক্রিশ্চিয়ান মিলে ৫৮ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

৩৫ বলে দুটি চার ও সমান ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত ইনিংস খেলেন কুপার। তাকে সঙ্গ দেওয়া  ক্রিস্টিয়ান ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেন। যা মেলবোর্ন রেনেগেডসকে লড়াই করা মতো একটা স্কোর পেয়ে যায়।

জবাবে স্টার্সের দুই ওপেনোর বেন ডাঙ্ক ও মার্কাস স্টোনিস উদ্ধোধনী জুটিতে অবিচ্ছেন ৯৩ রানের জুটি গড়েন। এ সময় রেনেগেডস বোলার বয়েস দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। ৩৮ বল থেকে ৩৯ রান করা স্টনিসকে ফিরিয়ে দেন তিনি। 

দ্বিতীয় উইকেটে হ্যান্ডকম্ব শূন্য রানেই ফিরে যান। দলীয় ৯৯ রান সেট ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান ৪৫ বলে ৫৭ রান করে ফিরলে বিপদ বাড়তে থাকে স্টার্সের। দলীয় ১১২ রানের মধ্যে একে একে ফেরেন ম্যাক্সওয়েল (১), নিক ম্যাডিনসন (৬), সেব গোচ (২) ও ডোয়াইন ব্রাভো (৩)। 

অষ্টম উইকেটে জাম্পা ১০ বল থেকে ১৭ এবং ব্রিড ৪ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ২০ ওভারে ১৩২ রান শেষ হয় স্টার্সের ইনিংস। ফলে ১৩ রানে জিতে শিরোপা ঘরে তোলে মেলবোর্ন রেনেগেডস। বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ৩৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।

Bootstrap Image Preview