Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডিপিএলে রিটেইন করা ক্রিকেটারদের মূল্য তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে ১লা মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঘড়োয়া ক্রিকেটের মর্যদাপূর্ণ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামীকাল সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। লটারির মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ঢাকার ১২টি শীর্ষ ক্লাব।

গেল আসর থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার ধরে রাখতে পাররে অংশ নেওয়া ১২টি ক্লাব। একই সাথে একাদশে এক জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে না দলগুলো। এর মধ্যে ১০টি ক্লাব তাদের রিটেইন খেলোয়াড়দের নাম জানিয়ে দিয়েছে। তবে প্রথম বিভাগ থেকে ফার্স্ট ডিভিশন উঠা উত্তরা স্পোর্টিং এবং বিকেএসপি নাম দেয়নি। 

এদিকে এই আসরে সময় জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্থ থাকায় আসরের শুরুতে তাদের পাওয়া যাচ্ছে না।তাই এবার ‘আইকন’ ক্যাটাগরি ছাড়াই ‘এ’ প্লাসই এবার শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটারিই পাবেন সর্বোচ্চ মূল্য। যেটিতে থাকা খেলোয়াড়রা পাবেন ন্যূনতম ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো ক্রিকেটার।

দেখে নিন ঢাকা প্রিমিয়ার লীগের ধরে রাখা ক্রিকেটারদের মূল্য তালিকাঃ

আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মর্তুজা (৩৫ লাখ টাকা), মোসাদ্দেক হোসেন সৈকত (২০ লাখ টাকা), নাজমুল হোসেন শান্ত (২২ লাখ টাকা)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান (২০ লাখ টাকা), নুরুল হাসান সোহান (২০ লাখ টাকা), তানবীর হায়দার (১৮ লাখ টাকা)

লিজেন্ডস অব রুপগঞ্জ: নাঈম ইসলাম (২১ লাখ টাকা), আসিফ হাসান (১২ লাখ টাকা), নাঈম শেখ (১২ লাখ টাকা)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা (২২ লাখ টাকা), মার্শাল আইয়্যুব (২২ লাখ টাকা), আরাফাত সানি (১৯ লাখ টাকা)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি (১২ লাখ টাকা), মাহিদুল ইসলাম অঙ্কন (৫ লাখ টাকা), তানভীর ইসলাম (৫ লাখ টাকা)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস (২৫ লাখ টাকা), আবু হায়দার রনি (১৮ লাখ টাকা), মেহেদি হাসান (১৭ লাখ টাকা)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান (১৫ লাখ টাকা), কাজী অনিক (৮ লাখ টাকা), ইরফান শুক্কুর (১৩ লাখ টাকা)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক (২০ লাখ টাকা), জাকির হাসান (১৪ লাখ টাকা), আল-আমিন জুনিয়র (২২ লাখ টাকা)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম (২০ লাখ টাকা), আফিফ হোসেন ধ্রুব (১৩ লাখ টাকা), তৌহিদ হৃদয় (৮ লাখ টাকা)

ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিকী (১৮ লাখ টাকা), মিজানুর রহমান (১৫ লাখ টাকা), ইয়াসির আলি (১৫ লাখ টাকা)

Bootstrap Image Preview