Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জকে ঘুষমুক্ত করতে শামীম ওসমানের ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নারায়ণগঞ্জকে ঘুষমুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের মাঠে আওয়ামী লীগের কর্মীসভায় তিনি এ কথা বলেন। 

শামীম ওসমান বলেন, প্রশাসনের মূল ভিত্তি হলো মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি ইভটিজিং মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা। এটা কে করবে, কার দায়িত্ব এটা? যদি আপনারা মনে করেন এটা প্রশাসন করবে, অবশ্যই প্রশাসন এটার একটা পার্ট। কিন্তু করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বর্তমান সমাজে ঘুষ মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজকে ঘুষমুক্ত করার দায়িত্ব আমাদের এবং আমরা এটা করব। সে যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। সরকারি কর্মকর্তাদের হুশিয়ার করে তিনি বলেন, কেউ যদি মনে করেন তারা জনগণের সেবক না, জনগণের শাসক- সেটা অন্য জায়গায় চিন্তা করবেন। আমাদের নারায়ণগঞ্জকে আমরাই সুন্দর করব।

তিনি বলেন, সুশাসনের ভিত্তি হচ্ছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত একটি সমাজ ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি এটা আমাদেরও বড় দায়িত্ব। দলের কোনো বড় নেতাও যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে এর দায়-দায়িত্ব আমরা নেব না। আমরা অচিরেই জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে মাঠে নামব। 

সাত খুনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ বারবার কলঙ্কিত হয়েছে। আমরা লজ্জিত হয়েছি। অন্য মানুষ এখানে এসে ঘটনা ঘটিয়েছে। রক্ষক ভক্ষক হয়েছে। রক্ষক ভক্ষক হয়ে নিজের পকেট ভরবেন আর দায়-দায়িত্ব শেখ হাসিনার কর্মীরা নেবে, তা হতে দেয়া হবে না।

শামীম ওসমান বলেন, ডিএনডি প্রকল্পকে ঢাকার চেয়েও আধুনিক এবং হাতিরঝিলের চেয়েও সুন্দর করে গড়ে তোলা হবে। এছাড়া রাস্তা-ঘাটের উন্নয়ন, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়, শেখ রেহানার নামে মেডিকেল কলেজ, শেখ রাসেলের নামে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং শেখ হাসিনার নামে একটি আইটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে জাতীয় সংসদে প্রস্তাব দেব। নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে শামীম ওসমান এ কর্মিসভা আহ্বান করেন। 

এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আবারও জানান দিতে শামীম ওসমান ২ মার্চ ডিআইটি চত্বরে বৃহৎ জনসভা করার কথা জানান।

Bootstrap Image Preview