Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যরাতে ইউএনওর তৎপরতায় প্রাণে বাঁচল পরিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


নেত্রকোণার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেনের তৎপরতায় আগুনের হাত থেকে রক্ষা পেল একটি পরিবার।

মধ্য রাতে যখন গ্রামের মানুষ ঘুমের রাজ্যে ডুবে ছিল তখন ফাঁকা সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন। গাড়িটি উপজেলার পাবই গ্রামে ঢুকতেই ইউএনও দেখতে পান গ্রামের একটি বাড়িতে আগুন লেগেছে!

এ সময় ইউএনও মো.জাকির হোসেন ওই বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে তোলেন। বালতিতে করে পানি এনে আগুন নেভানোর কাজে নেমে পড়েন তিনিও।

ইউএনও মো.জাকির হোসেনের এই তৎপরতায় আগুনের হাত থেকে অল্পের জন্য বেঁচে যান আলিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবারটি। 

মো. জাকির হোসেন জানান, ঢাকা যাওয়ার উদ্দেশে কলমাকান্দা ত্যাগ করছিলাম। পথে পাবই এলাকায় দূর থেকে আগুনের কুণ্ডলি চোখে পড়ে। কাছাকাছি গিয়ে দেখি বাড়িটির খড়ের গাদায় আগুন জ্বলছে। আর তা ছড়িয়ে পড়ছে চারিদিক।

তিনি বলেন, তাৎক্ষণিক সহযাত্রী বাল্যবন্ধু জামান, খোকন, তৌহিদ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সবুজকে নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ি এবং আগুন নেভাতে সক্ষম হই।

ইউএনওর এই ভূমিকায় বাড়ির মালিক আলিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরাসহ গ্রামের সবাই মুগ্ধ হয়ে যান। তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পরে ইউএনও মো. জাকির হোসেন এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য গ্রামবাসীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

Bootstrap Image Preview