Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকেলে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আহুত গণশুনানি কিভাবে সফল করা যাবে সে বিষয়ে বিকেলে জরুরি বৈঠক ডেকেছে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গণফোরামের আরামবাগ অফিসে জোট জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমানসহ সব নেতা উপস্থিত থাকবেন।

তবে স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকার সম্ভাবনা কম। তারা যদি রোববারের মধ্যে দেশে ফিরে আসেন তাহলে বৈঠকে যোগ দেবেন।

Bootstrap Image Preview