Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ঝড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি। ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে যায়। ঝড়োয়া হওয়া সঙ্গে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ। সেই সঙ্গে নগরবাসীকে বসন্তের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিল এ বৃষ্টি।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার দিকে বৃষ্টির সঙ্গে হালকা ঝড় ও শিলাবৃষ্টিও হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। 

এদিকে সাতসকালে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিস যাওয়া সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে।

শীতের শেষে বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি জানতে চাইলে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে মাঝে মাঝেই এমন হঠাৎ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Bootstrap Image Preview