Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একদিন পর পাকিস্তান যাবেন সৌদি যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর একদিন পেছানো হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শনিবার তার পাকিস্তানে পৌঁছার কথা থাকলেও অজ্ঞাত কারণে একদিন পিছিয়ে ১৭-১৮ তারিখে এ সফর হবে। খবর ডনের।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আজ থেকে সৌদি যুবরাজের সফর শুরুর কথা থাকলেও তার সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি ১৭ বা ১৮ তারিখে পাকিস্তানে পৌঁছবেন।

তবে সফর পেছানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু ১৭ ফেব্রুয়ারি যৌথ সংবাদ সম্মেলনটির তারিখ পরে নির্ধারিত হবে।

এদিকে যুবরাজের পাকিস্তান সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এ দুই শহরের আকাশসীমা ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি যুবরাজের দুদিন সফরে যানজটমুক্ত রাখতে বন্ধ থাকবে ইসলামাবাদের সড়কও। আর যুবরাজ সালমানের সঙ্গে থাকবে সৌদি আরবের ১২৩ জন নিরাপত্তাকর্মী।

এদিকে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় প্রাণঘাতী হামলার পর ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দু'দিনের সফরে শনিবার পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল সৌদি এই যুবরাজের। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার থেকে সৌদি যুবরাজের পাকিস্তান সফর শুরু হবে।

যুবরাজের পাকিস্তান সফর পিছিয়ে দেয়ার কারণ সম্পর্কে জানায়নি সৌদি আরব। তবে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো এখনো আগের মতোই রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সৌদি যুবরাজের এই সফরের সঙ্গী হিসেবে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ীসহ উচ্চ-প্রতিনিধি দল থাকবেন। ২০১৭ সালে সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করছেন বিন সালমান। তার সফর ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যুবরাজের এই সফরের মাধ্যমে কয়েক দশকের সৌদি অনুদান নির্ভরতা থেকে বেরিয়ে এসে রিয়াদের সঙ্গে কয়েকশ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করতে যাচ্ছে ইসলামাবাদ। দেশটির গোয়াদার বন্দরে মাল্টিবিলিয়ন ডলারের তেল শোধনাগার নির্মাণ চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে।

পাকিস্তান সফর শেষে দু'দিনের সফরে ১৯ ফেব্রুয়ারি ভারতে যাবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

Bootstrap Image Preview