Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোমনায় উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


কুমিল্লার হোমনা উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক স্কুল  ও মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হোমনা  শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড় ঘারমোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে মাথাভাংগা ভৈরব উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে রেহেনা মজিদ মহিলা কলেজ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  ও বিচাররক মন্ডলী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ শামীম, সহকারী শিক্ষা কর্মকর্তা  খাদিজা আক্তার ও মো. নজরুল ইসলাম। উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন এর সঞ্চালনায় প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা ও খাইরুনন্নেছা ,সহকারী শিক্ষক ও হোমনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আইয়ুব আলী, মো. আতিকুর রহমান ভূইয়া ও মো. নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা পর্যায়ে ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা ও ২ টি কলেজসহ মোট ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview