Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিপক্ষকে নির্মূল করতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


পাকিস্তান থেকে জয়েশ-ই মোহাম্মদসহ সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে ওয়াশিংটন-দিল্লি এক সাথে কাজ করারও প্রতিশ্রুতি জ্ঞাপন করেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আত্মরক্ষার যে কোনো অধিকারে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

গত শুক্রবার তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডুভালকে এ কথা জানান বোল্টন।

গত বৃহস্পতিবার ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে আত্মঘাতি হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় সহমর্মিতা জানাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ফোন করা হয়। এ সময় তারা এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সরানোর ব্যাপারেও আলাপ করেন।

অজিত ডুভাল জানান, সীমান্তের ওপার থেকে চালানো এসব হামলার প্রতিরোধের ব্যাপারে ওয়াশিংটন দিল্লিকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে।

এদিকে বোল্টন পিটিআইকে জানান, আমি দিল্লির সঙ্গে এ বিষয়ে দুইবার কথা বলেছি। আমি তাদেরকে জানিয়েছি, যুক্তরাষ্ট্র সবসময়ই এ ধরনের হামলার বিরোধী এবং এ তীব্র নিন্দা জানায়। একই সময়ে তিনি এ-ও জানান, আমরা পাকিস্তানকে এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠী সমর্থন দেয়া শেষ করতে আহ্বান জানাচ্ছি, যাতে তাদের কাছে পাকিস্তান সন্ত্রাসীদের স্বর্গে পরিণত না হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও পাকিস্তানের প্রতি একই ধরনের আহ্বান জানিয়ে ভারতের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সব সময় এ ধরনের হামলা বিরোধী।

এদিকে জম্মু-কাশ্মীরে সামরিক বহরে সিআরপিএফের বাসে আত্মঘাতী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এমন ভয়াবহ হামলার সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারত। ধারণা করা হচ্ছে পাকিস্তানে হামলার ঘটনা ঘটলে দেশটিও পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না। কারণ ভারত-পাকিস্তান উভয় দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে। আর পাকিস্তান তো বারবারই সতর্কবার্তা দিয়ে রেখেছে যে, হামলা হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিতীয়বার ভাববে না।

Bootstrap Image Preview